ঢাকা (সন্ধ্যা ৭:৪২) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হতদরিদ্রদের মাঝে ৫৩ বিজিবি’র ইফতার সামগ্রী বিতরণ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শুক্রবার সকাল ০৭:৪৮, ৫ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে বসবাসকারী দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করে ৫৩ বিজিবি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে এই কার্যক্রম পরিচালিত হয়। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, ‘যাদের ইফতার করানোর আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতারের টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়’ প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর ও মাসুদপুর বিওপিতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এ সময় মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ উপস্থিত ছিলেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সদরে উপ অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এবং অধীনস্থ ফরিদপুর, ডিএমসি, গোদাগাড়ীসহ অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় কোম্পানী বা বিওপি কমান্ডার কর্তৃক ইফতার বিতরণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি কর্তৃক ১৮টি স্থানে সর্বমোট ৬১০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT