ঢাকা (রাত ৩:২১) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

সিলেট বিভাগ যুব ফোরামের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১১:৪৬, ১১ জুন, ২০২২

সিলেট বিভাগ যুব ফোরাম এর নেতৃবৃন্দের পিতা-মাতা ও সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ৯ জুন বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল (রহঃ) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট বিভাগ যুব ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামাল আহমদ এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব ফোরামের আহ্বায়ক আব্দুল মুকিত, যুগ্ম আহ্বায়ক মিজান রুমন, যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ, যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম, সদস্য সচিব তাকবীর আহমেদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব রমিজ উদ্দিন আহমদ আদনান, যুগ্ম সদস্য সচিব ফয়সল বাবর, যুগ্ম সদস্য সচিব সাদিকুর রহমান, সাংবাদিক আজমল আহমদ রোমন, সদস্য জামাল আহমদ, সদস্য মোহাম্মদ হীরা, সদস্য কাওছার আহমেদ, সদস্য মাহফুজ আল গালিব সদস্য ফয়সল আহমদ, সদস্য শাহেদ আহমদ শান্ত, সদস্য তাইদুল ইসলাম প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী, মাওলানা সিরাজুল ইসলাম সুরুকী, প্রিন্সিপাল মাওলানা জহিরুল হক, ক্বারী মাওলানা শাহিনুর রশিদ শাহীন।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রধান অতিথির বক্তব্যে মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা আমাদের প্রিয় নবী কে প্রাণের চেয়েও বেশি ভালোবাসী। বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা নবীজিকে কটাক্ষ করবে আর আমরা ঘরে বসে বসে থাকবো এটা হতে পারেনা। বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্র এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

অথচ ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, যা এদেশের মুসলমানদেরকে ব্যথিত করেছে। তিনি অনতিবিলম্বে কটুক্তির বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT