ঢাকা (দুপুর ১২:৪৩) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটে পরিবহন ধর্মঘটে বিপাকে যাত্রীরা

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock রবিবার রাত ০১:০৭, ৭ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকেরা। গত শুক্রবার সকাল থেকে সারাদেশে শুরু হওয়া ধর্মঘটের গতকাল শনিবার ছিল দ্বিতীয় দিন। এদিন সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস বা মালবাহী পরিবহন।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় তারা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সে জন্য যাত্রীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। এতেও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

শনিবার (৬ নভেম্বর) সকালে সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী বাসস্ট্যান্ডে গিয়ে দূরপাল্লা ও স্বল্প দূরত্বের যাত্রীদের ভিড় দেখা গেছে।

তবে স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা। যদিও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ সুযোগে এসব যানবাহনে নেওয়া হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায়ই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। এছাড়া ভ্যান, কাভার্ডভ্যানে চড়তে দেখা যাচ্ছে অনেকে।

প্রসঙ্গত, বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে পনেরো টাকা এবং বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম ১২ কেজির সিলিন্ডার প্রতি ৫৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।

তেলের দাম কোনো আলোচনা ছাড়াই একতরফা বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বাড়বে দাবি করে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দিয়ে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।

তবে কেন্দ্রীয়ভাবে সড়ক পরিবহন মালিক সমিতি ধর্মঘটের কোন সিদ্ধান্ত না নিলেও জেলা পর্যায় থেকে মালিক শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ঢাকাগামী যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT