সাপাহারে র্যাবের হাতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার
গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ বৃহস্পতিবার রাত ০১:১২, ২৪ মার্চ, ২০২২
সাপাহারে র্যাবের অভিযানে ১০ জন পর্নোাগ্রাফি ভিডিও সরবরাহকারীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে ২২ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজারস্থ এলাকা হতে সিপিইউ- ১২টি, হার্ড ডিস্ক- ১৬টি, মনিটর- ১২টি, মাউস- ৪টি, বিভিন্ন ক্যাবল- ৯টি, কী-বোর্ড- ৮টি জব্দ করে র্যাব। এসময় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহর দায়ে ১০ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম, মদনসিং গ্রামের আব্দুল গণির ছেলে সাকিব হাসান (২৯), পিছলী মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে ইমরান (২২), মানিকুড়া গ্রামের আজিজুল হক এর ছেলে কামাল হোসাইন (২৩), গুচ্ছগ্রাম গ্রামের মোজাফফর রহমান এর ছেলে মোঃ শাহিন আলম (২৬), মানিকুড়া গ্রামের রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম(২৭), মহিলিপুর গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান(২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন(২৮), বৈদ্যপুর গ্রামের তোফাজ্জল হকের ছেলে আব্দুল মাজেদ (২৮) এবং পত্নীতলা উপজেলার সরাইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত ২৮)।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।