ঢাকা (সকাল ৯:২৫) রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঘাটায় মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock রবিবার রাত ০৯:৪০, ২৭ অক্টোবর, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় স্থানীয় আওয়ামী লীগকর্মীর মাছ চাষ প্রকল্পে মন্দির থেকে বৈদ্যুতিক লাইন নেয়ার বিরোধের জেরে শ্রী ধাম নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, উপজেলা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

 

রোববার ২৭ অক্টোবর সাঘাটা উপজেলা চত্বরে এই কর্মসূচি পালন করা হয় ।

 

সাড়ে ১১ টা থেকে ১২ ঘন্টা পর্যন্ত সাঘাটা উপজেলা পরিষদ ঘেরাও করে রাখেন স্হানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার মো ইসাহাক আলী উপস্থিত জনতার সাথে একাত্বতা ঘোষনা করে আসামী গ্রেফতারে আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি তুলে নেয়া হয়।

 

কর্মসুচিতে বক্তব্য রাখেন, বোনারপাড়া পুজা উদযাপন পরিষদের বোনারপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিব রায়, নিহতের ভাই সুবাস চন্দ্র রায়, উপজেলা মানবাধিকার সংগঠক মাসুদুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মিঠুন প্রসাদ প্রমুখ । এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

 

 

মানব বন্ধনে বক্তরা বলেন , আওয়ামী লীগের নাম ব্যবহার করে বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও সাবেক ইজারাদার রফিকুল ইসলামসহ বেশ কিছু প্রভাবশালী বোনারপাড়া বাজারের সেড ঘর গুলো দখল করে নিয়েছে। এই প্রভাবশালীদের ভয়ে এই বোনারপাড়া বাজারে কাচা-মালসহ বিভিন্ন পণ্য বিক্রি করতে হাটে আসতে ভয় পায় । এদের হাতে এই বাজারের আসা হাজারো মানুষ নির্যাতিত হয়েছেন। কেউ প্রতিবাদ করার সাহস পায়নি ।

 

গত ১৬ বছরের তারা আওয়ামী লীগের ত্রাসের রাজত্ব বাস্তবায়ন করতে তারা জেলে সম্প্রদায়ের বিল গুলো দখল করেছেন। তারা বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান মৌজায় ছাটকালপানি মাঝিপাড়ার নামে ইজারাকৃত বিল জোরপূর্বক দখল করে নেন এবং ৩০০ টাকার স্টাম্পে সাক্ষর করে জেলেদের থেকে ফাকা চেক নেন। যখন তখন তাদের নির্য াতন করতেন । তারা জোর পূর্বক মাঝিপাড়া মন্দির থেকে মাছ চাষ প্রকল্পে বিদ্যুতের লাইন নেন। এই বিদ্যুতের লাইন দিতে স্থানীয় মন্দিরের সদস্য ও মাছ ব্যবসায়ী শ্রীধাম অসম্মতি জানান। পরে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া তার চার থেকে পাঁচজন সহযোগীকে নিয়ে শ্রী ধামকে মারধর করে ও মাছ বিক্রির ট্রে দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। এই হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে এলাকায় শান্তি ফিরেআসবে না।

 

বক্তরা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলন দেয়া হবে। ২৪ ঘন্টার মাঝে আমাসী গ্রেফতার করা না হলে আগামী মঙ্গলবার সাঘাটা উপজেলায় হরতাল পালনের ডাক দেন ।

 

 

উলেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় স্থানীয় আওয়ামী লীগকর্মীর মাছ চাষ প্রকল্পে মন্দির থেকে বৈদ্যুতিক লাইন নেয়ার বিরোধের জেরে শ্রী ধাম নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

 

এঘটনায় নিহতের ভাই সুবাস চন্দ্র বাদী হয়ে মিলন মিয়া, এরশাদ মিয়া, রফিকুল ইসলাম ও আবুল কালাম আজাদ , লিটন মিয়া ও তুহিন মিয়ার নাম উলেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে সাঘাটা থানায় মামলা করেন । মামলা নং ১৮

 

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ে মধ্যে আসামীদের গ্রেফতার করা হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT