ঢাকা (রাত ১০:৪৫) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সদ্য জন্মগ্রহণ করা এনসিপির পৃষ্ঠপোষকতা করছে সরকার : ভিপি নূর

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার রাত ১১:৪৭, ২৫ জুলাই, ২০২৫

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিপির পৃষ্ঠপোষকতা করছে। তাই আমরা সরকারকে বারবার সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য আরেকটি নিরপেক্ষ সরকার গঠনের প্রয়োজন হতে পারে। আমরা মনে করি সরকার সকল দলের প্রতি সমান আচরণ করবে। শুক্রবার (২৫ জুলাই)সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার উদ্যোগে গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

 

তিনি আরো বলেন, আমরা বিভিন্নভাবে শুনেছি কোন কোন জেলায় বৃক্ষ মেলা বন্ধ করে পরীক্ষা স্কুল ক্লাস বন্ধ করে তাদেরকে সমাবেশে নিয়ে আসা হচ্ছে। এটি নতুন বাংলাদেশের চিত্র নয়। এগুলো আমরা পুরনো আমলে দেখেছি। ভিপি নূর আরো বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু, আমরা চাই আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং আওয়ামী লীগকে যারা বিগত সময়ে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সহ ১৪ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানাই আমরা।

 

এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিপি নূরুল হক নূর। তিনি বলেন, গত ৫০ বছরের পুরোনো রাজনীতি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এই রাজনীতি বাংলাদেশকে সংঘাত-সহিংসতার অনিশ্চিত রাষ্ট্রে পরিণত করেছিল। সেই রাজনীতির কবর রচনা করতে হবে।

 

তিনি আরো বলেন, গত ১৬ বছর ধরে অনেকেই লড়াই করেছেন, কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটাতে পারেননি। আমরা গণঅধিকার পরিষদ গঠনের মাধ্যমে তরুণদের বিপ্লবের জন্য প্রস্তুত করেছিলাম। আগামীতে যেন এই বাংলাদেশে আর কোনো হাসিনা কিংবা ফ্যাসিবাদ তৈরি না হয়, সেজন্য ছাত্র, যুবক ও তরুণদেরই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে।

 

আগামী নির্বাচন প্রসঙ্গে ভিপি নূর বলেন, আগামী জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে। এ সময় বিভিন্ন কুমিল্লা এবং কুমিল্লার বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে বলেন, নেতা তৈরির পুণ্যভূমি এই কুমিল্লা। ৭১ সাল থেকে শুরু করে অসংখ্য আন্দোলন-সংগ্রামে জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিয়েছে কুমিল্লা। কুমিল্লার মেঘনায় অবৈধ বালু উত্তোলনের কারণে অসংখ্য মানুষের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, অথচ প্রশাসন রয়েছে নির্লিপ্ত।

এসময় ভিপি নূর কুমিল্লার সদর আসনসহ বিভিন্ন আসনে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করেন।

এসময়, আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কুমিল্লা বিভাগীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুপ মিয়া হোসাইন রাজ,যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুনসহ গণধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভার সভাপতিত্ব করেন, গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ।

 

এর আগে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়৷ পরে সভা শেষে ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT