ঢাকা (সকাল ৯:৫৪) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সদর উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর নবনির্মিত মুর‌্যাল উম্মোচন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার বিকেল ০৪:১৫, ১৬ ডিসেম্বর, ২০২০

বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত মুর‌্যাল উম্মোচন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

সদর উপজেলা পরিষদ চত্তর প্রাঙ্গণে মহান বিজয় দিবসে বুধবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর এই মুর‌্যাল উম্মোচন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুুরুল হাফিজ।

এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ ওঁরাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার, সহকারী কমিশনার (ভূমি) সদর মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট চন্দন কর, রবিন মিয়া, রওশন জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আব্দুল আলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. নুরুন নাহার রুবিনা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা, মোস্তাক হোসেন, মো.আলাউদ্দিন, মো. জয়নাল আবেদীনসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধুর মুর‌্যাল উম্মোচন শেষে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে সদর উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার তুলে দেন অতিথিগণ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT