ঢাকা (রাত ১১:৩৯) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচরে চাচার দায়ের কোপে ভাতিজির মৃত্যু

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock মঙ্গলবার বিকেল ০৫:৩২, ৮ মার্চ, ২০২২

মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকার হোগলার মাঠ নামক স্থানে চাচা জামাল হোসেন(২২) এর দায়ের কোপে দশ মাস বয়সী আয়শা আক্তারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৮ মার্চ) শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ।

সোমবার(৭ মার্চ) বিকেল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হোগলার মাঠ এলাকার আলেম হোসেনের ছোট ভাই বাড়ির উঠানে বসে বাঁশের চটি ছিলছিলো ।এ সময় ভাবীর সাথে তার কথা কাটাকাটি বাঁধে এক পর্যায়ে সে তার ভাবীকে দা দিয়ে কোপ মারে। তখন কোলে থাকা শিশু আয়েশার গায়ে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়।

তখনই তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে রাতে তার মৃত্যু ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিরাজ হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বড় ভাবীকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির গায়ে আঘাত লাগে। স্থানীয় ভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT