ঢাকা (বিকাল ৫:২৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবগঞ্জে বজ্রপাতে মৃত পরিবার সমূহকে অনুদান প্রদাণ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১১:১৯, ২৮ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক সময়ে বজ্রপাতে মৃত পরিবার সমূহের সদস্যদের মাঝে সরকারী অনুদানের চেক প্রদাণ করা হয়েছে।

বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ৬টি পরিবারের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক প্রদাণ করা হয়।

অনুদানের চেক প্রাপ্ত পরিবারের সদস্যরা হলেন, উপজেলার মোবারকপুর গ্রামের মৃত জালালের স্ত্রী ইয়াসমিন, একই গ্রামের মৃত আবু তালেবের স্ত্রী সালমা, পাঁকা ইউনিয়নের দক্ষিন পাঁকা গ্রামের মৃত শিশু আল ইমরানের পিতা রাফেজ আলী, একই ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত খাইরুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম, শিবগঞ্জ পৌরসভার চতুরপুর গ্রামের মৃত শিশু হামিম আলীর পিতা কাজল আলী এবং কানসাট বালুচর গ্রামের মৃত রাহাত আলীর পিতা দুলাল আলীকে চেকগুলো প্রদান করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম শিবগঞ্জ উপজেলায় গত ২ মাসে বজ্রপাতে মৃতদের পরিবারকে চেক প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই উপজেলায় গত ২ মাসে অন্য সময়ের চেয়ে বজ্রপাতে অনেকই নিহত হয়েছেন। এ সংখ্যা অনেক বেশি।

আর তাই জাতির জণক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৃত ৬টি পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক প্রদাণ করা হলো। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্য পরিবারের মাঝে এমন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT