ঢাকা (সন্ধ্যা ৬:৪৩) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় পাঁচজন জয়িতাকে সম্বর্ধনা প্রদান

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock মঙ্গলবার রাত ১১:২১, ৭ ডিসেম্বর, ২০২১

বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে” জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় নড়াইলের লোহাগড়ায় জয়িতাদের সম্বর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ৫টি ক্যাটাগরীতে সাফল্য অর্জনকারী উপজেলার ৫জন জয়িতা(নারী)কে এ সম্বর্ধনা দেয়া হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নির্বাচিত ৫জন জয়িতারা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে গোপিনাথপুর গ্রামের মোসাঃ অঞ্জনা খানম, সফল জননী ক্যাটাগরীতে চরমঙ্গলহাটা গ্রামের নারী আলেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরীতে মঙ্গলহাটা গ্রামের নারী মিরা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে নলদী গ্রামের নারী ডঃ নিপা রাণী সাহা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে গোপিনাথপুর গ্রামের কবি কামনা ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT