ঢাকা (রাত ২:৫৬) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাজনগর উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত

চিকিৎসাধীন অবস্থায় সন্ত্রাসী হামলায় আহত সৈয়দ ইকরাম
চিকিৎসাধীন অবস্থায় সন্ত্রাসী হামলায় আহত সৈয়দ ইকরাম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১১:২৪, ২ ডিসেম্বর, ২০১৯

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক সৈয়দ ইকরাম হোসেনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা । এসময় তাকে রক্ষা করতে আব্দুল মোত্তাকিন শিপলু নামে এক যুবক এগিয়ে আসলে সেও দুর্বৃত্যদের হাতে অতর্কিত হামলার শিকার হয়।

রবিবার (১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রাজনগর উপজেলা সদরের বাজারে একটি কনফেশনারী দোকানে তিনি এক কর্মীর সাথে গল্প করছিলেন, হঠাৎ ৪/৫ জন যুবক তাকে ছুরি দিয়ে মাথায় ও শরিরের বিভিন্ন জায়গায় এলোপাতারি আগাত করে পালিয়ে যায়।

তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে কে কাহারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT