যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম মঙ্গলবার বিকেল ০৫:৩৪, ২৫ মে, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী স্মরণে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার রচিত ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সরকার সম্পাদিত “স্বাধীনতার স্থপতি ও রক্ত গৌরবের বাংলাদেশ” বইটির মোড়ক উন্মোচন হয়েছে।
মঙ্গলবার (২৫মে) জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন উলিপুরের আয়োজনে বেলা ১১টায় উলিপুর প্রেসক্লাব হলরুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি এসেছে আইডিয়া প্রকাশনী থেকে।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজি,সিনিয়র সাংবাদিক তৈয়বুর রহমান,মঞ্জুরুল হান্নানসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,মুক্তিযোদ্ধা ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন বলেন,বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য বই রচিত হয়েছে যা বিশ্বে এমন কোন নেতাকে নিয়ে আর হয়নি।আজ উলিপুর থেকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী স্মরণে একটি বইয়ের মোড়ক উন্মোচন হলো যা অত্যান্ত গর্বের বিষয়।তিনি উলিপুরের মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে আরও বলেন, আপনারা যারা লিখতে পারেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখে নতুন প্রজন্মের নিকট তুলে ধরার আহ্বান জানান।