মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর আইডিয়াল একাডেমির ১২৭ শিক্ষার্থীদের মাঝে অবশেষে পাঠ্যবই বিতরণ
মোঃ কামরুজ্জামান শুক্রবার রাত ১১:০৩, ১৭ জানুয়ারী, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর আইডিয়াল একাডেমির ১২৭ শিক্ষার্থীদের মাঝে অবশেষে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘ কোন জাতীয় দিবস পালন না করা এবং শিক্ষকরা একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত’ বলে এলাকার মুক্তিযোদ্ধাদের অভিযোগের প্রেক্ষিতে বই উৎসবের দিন ওই প্রতিষ্ঠানটিতে পাঠ্যবই সরবরাহ স্থগিত করে উপজেলা প্রশাসন। অবশেষে স্কুল কর্তৃপক্ষ ও অভিযোগকারী মুক্তিযোদ্ধা প্রতিনিধিদের সাথে মধ্যস্ততায় এগিয়ে আসেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।পরে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন আলোচনা করে বই বিতরনের সীদ্ধান্ত হয়। অবশেষে আজ বই বিতরণ উৎসবের মধ্য দিয়ে বিদ্যালয়ের ১২৭ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজ সারাবেলার সম্পাদক জব্বার হোসেন, এসআই রতন কুমার হালদার,সমাজসেবক ইয়াছিন উদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান ইমান উদ্দিন বলাই প্রমুখ । দেরীতে হলেও নতুন বছরের বই পেয়ে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে পাশাপাশি স্কুলের পরিচালনা পরিষদ ও শিক্ষকমন্ডলী উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ৪নং শাহবাজপুর ইউ পি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।