মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ করেছে বণিক সমিতি
এস এম সাখাওয়াত সোমবার রাত ০৯:৪৬, ১৩ মে, ২০২৪
ব্যাপক উন্নয়ন হওয়ায় এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পাওয়ায় পরাজিত সাবেক সভাপতি মো. এরফান আলীর সমর্থকগণের মিথ্যা তথ্য ও অভিযোগ দাখিল করে ঘোলা পানিতে মাছ শিকার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ সহ পরিচালনা পর্ষদের ১৩ জন সদস্য।
সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ সভাপতি মসিউল করিম বাবু, পরিচালক মো. মফিজ উদ্দিন, আব্দুল আওয়াল, খাইরুল ইসলাম, সৈবুর রহমান, আব্দুল বারেক, মো. নজিবুর রহমান, সাবেক সহ সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিমসহ বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।