মামলা রহস্য উদঘাটনে এসআই রবিউলকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩৩, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
দাউদকান্দি মডেল থানার মামলা নং–৩০ (২৭ জুলাই ২০২৫, ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড) এর দ্রুত রহস্য উদঘাটন করে আসামি গ্রেপ্তার ও কাভারভ্যান উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দাউদকান্দি মডেল থানায় কর্মরত এসআই রবিউল ইসলামকে পুরস্কৃত করেছেন কুমিল্লার পুলিশ সুপার।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহাম্মেদ খান এ পুরস্কারাদি প্রদান করেন।
জানা যায়, গতমাসে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি রাইপুর এলাকায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ছিনতাই করে ডাকাতদল।
এই মামলার তদন্তে এসআই রবিউল ইসলামের নেতৃত্বে মামলার ঘটনায় জড়িত মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া কাভারভ্যান উদ্ধার করতে সক্ষম হয়। এ সফল অভিযানকে স্বীকৃতি জানিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার এসআই রবিউলকে আনুষ্ঠানিকভাবে নগদ ১০ হাজার টাকা পুরস্কৃত করে অনুপ্রাণিত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


