ঢাকা (ভোর ৫:৪৪) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানুষের নিরাপত্তার জন্য আমরা সারারাত জেগে থাকব: এসপি আব্দুল মান্নান

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা Clock মঙ্গলবার ১২:২৮, ২৯ আগস্ট, ২০২৩

র্মূলে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও অভিভাবকদের একসঙ্গে কাজ ও দায়িত্ব নিতে হবে।

মাদককারবারুদের সামাজিকভাগে বয়কট করুন, ওদের সঙ্গে আত্মীয় করবেন না। জনগণের দোরগোড়ায় পুলিশ গিয়ে সেবা পৌঁছে দিচ্ছে। পুলিশ মানুষের মনে জায়গা করে নিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পুলিশ জনগণের বন্ধু। বাংলাদেশ পুলিশ আজ দেশের বিভিন্ন দুর্যোগ ও ক্রান্তিলগ্নে জীবনবাজি রেখে প্রমাণ করতে পেরেছে।

 

দাউদকান্দি উপজেলার ও পৌরসভার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির এসব কথা বলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

 

পুলিশ সুপার দীর্ঘ বক্তব্যে আরো বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জিং সময় আসছে, কুচক্রী মহল বসে আছে কোনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে ভিন্ন দিকে প্রভাবিত করে কায়দা নিতে।

এসব বিষয়ে পুলিশকে সোচ্চার থাকতে হবে। দেশ আজ দুবার গতিতে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়ন অগ্রযাত্রায় আমরা জনগণের জানমালের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা অব্যাহত রাখবো।

 

সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় দাউদকান্দি মডেল থানার আয়োজনে দাউদকান্দি-চান্দিনা সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েবের সভাপতিত্ব্যে বিশেষ অতিথির বক্তব্য দেন— উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাকউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) খন্দকার আশফাকুজ্জামান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,

পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, সাংবাদিক নেতা হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার।

সভা শেষে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানের হাতে মডেল থানার পক্ষ থেকে একটি সমমনা ক্রেস্ট তুলে দেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক।

 

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন — জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু, গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান, গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া সরকার, ইলিয়টগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, বারপাড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক,মারুকা ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, গোয়ালমারী ইউপি চেয়ারম্যান মান্নান প্রধান, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) রওশন জামান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT