মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ধর্মপাশায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) রবিবার ১২:০৬, ২০ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের সুফিয়া রহিম গণপাঠাগার চত্বরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলাটি গতকাল শুক্রবার (১৮ডিসেম্বর) রাত আটটার দিকে সম্পন্ন হয়েছে।
উপজেলা সদরের মাস্টারবাড়ী ট্রেনিং ইন্সটিটিউট এই টুর্নামেন্টের আয়োজন করে। এতে চারটি দল অংশ নেয়। খেলায় ধর্মপাশা নবীন স্পোটিং ক্লাবকে ২-০ম্যাচের ব্যবধানে হারিয়ে জামালগঞ্জ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শুরুর আগে মাস্টারবাড়ী ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানীর সঞ্চালনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন ও খেলোয়ারদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাদবীর জামান রকি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক প্রথম আলো পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সালেহ আহমদ।
খেলাশেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে রানার আপ ট্রফি এবং অংশগ্রহণকারী সকল খেলোয়ারদেরকে মেডেল উপহার দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুফিয়া রহিম গণপাঠাগারের অন্যতম সদস্য গোলাম রব্বানী, সাংবাদিক মোবারক হোসেন প্রমুখ।