ভোলাহাটে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, চালক পলাতক, ট্রাক জব্দ
এস এম সাখাওয়াত সোমবার সন্ধ্যা ০৭:০৫, ১১ মার্চ, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী বৃদ্ধর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মাছ ব্যবসায়ী ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার ফতেপুর গ্রামের মৃত মুসলিমের ছেলে মাহিদুর (৬০)।
এ বিষয়ে মৃত মাহিদুরের ভাতিজা ইসারুল জানান, আমার চাচা মাহিদুর মাছের ব্যবসা করেন। প্রতিদিনের মতো আজ সোমবার সকালে ভোলাহাট থেকে মাছ নিয়ে ভ্যানযোগে চৌডালা বাজারে মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় উপজেলার জামবাড়িয়া কলেজের সামনে এসে পৌঁছিলে ভোলাহাটগামী একটি ট্রাক মাছের ভ্যানটিকে সজোরে আঘাত করলে চাচা মাহিদুর ও ভ্যান চালক রাস্তায় ছিঁটকে পড়ে যান। সেই সময় আমি নিজেও ওই পথে সাইকেলযোগে মাছ নিয়ে একই বাজারে যাচ্ছিলাম। পরে চাচাকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ট্রাকের চালক পলাতক থাকায় ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-১৮১৯) জব্দ করে থানায় আনা হয়েছে। ভোলাহাট থানায় মামলার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।