ঢাকা (রাত ২:৪০) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলার শশীভূষণে বজ্রপাতে এক যুবক নিহত

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock মঙ্গলবার বিকেল ০৫:৫৯, ৫ নভেম্বর, ২০২৪

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে বজ্রাঘাতের শব্দে স্টক করে মোঃ মোশারফ হোসেন লিটন (৩৭) নামের এক যুবক নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন লিটন ঐ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে নিজ বাড়ির বসতঘরের সাথে গরু ঘরে খাবার দিতে গিয়ে হঠাৎ বজ্রাঘাতের শব্দে স্টক করে ঘটনাস্থলে তার মৃত হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আসলেই দুঃখজন ও মর্মান্তিক । আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি।

এই ঘটনায় চরফ্যাশন-মনপুরার গণ মানুষের নেতা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT