কামরুজ্জামান শাহীন শুক্রবার সন্ধ্যা ০৭:৩৮, ২২ মার্চ, ২০২৪
ভোলায় ৫ কেজি গাঁজাসহ সঞ্জয় দত্ত (২২) নামের এক হিন্দু যুবককে আটক করেছেন পুলিশ। ২২ মার্চ, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষ্মীপুর গামী লঞ্চ ঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সঞ্জয় দত্ত ফেনী জেলার ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের জয়পুর ১ নং ওয়ার্ডের মহারাজগঞ্জ বাজারের গৌরাঙ্গ দত্তর ছেলে। সে আন্ত:জেলার একজন সক্রিয় মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম, পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষ্মীপুর গামী লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে ৫ কেজি গাঁজাসহ সঞ্জয় দত্ত নামের এক হিন্দু যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।