ঢাকা (দুপুর ২:২৮) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বড়লেখায় জুয়াড়ি আটক

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৯:৪০, ১১ জুলাই, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের বিএসএস (বন্ধন) ব্রিক ফিল্ড থেকে শুক্রবার (১০ আগস্ট) দিবাগত ১১টার দিকে ৮ জন জুয়াড়ি আটকের খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার বিশিষ্ট জুয়াড়ি কান্দিগ্রাম, কালাইউরা ও কবিরার শাজাহান, সালাহ উদ্দিন (ধলাই) ও বাবলু সহ মোট ৮ জনকে ফাড়ির পুলিশ আটক করেছে । এ ব্যাপারে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশাররফ হোসেনের সাথে জানতে চাইলে তিনি জুয়াড়িদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, উল্লেখিতরাসহ কান্দিগ্রামের আইসেন,আলীম উদ্দিন, ও কবিরার কামাল, ওয়াসিম ও ইটাউরির শামীম তাদের সাথে ছিল এবং প্রতিদিন তারা বিএএসএস ব্রিক ফিল্ডে এসে জুয়ার আসর বসিয়ে খেলা করতো। এলাকার যুব সমাজকে রক্ষা করতে জুয়াড়িদের কঠোর শাস্তি প্রয়োজন বলে দাবী সচেতন মহলের। পুলিশ সুত্রে প্রকাশঃ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ রাত ১১ঘটিকার সময় বিএসএস (বন্ধন) ব্রিকফিল্ডের একটি ঘরে দরজা বন্ধ করে জুয়ার আসরে থাকা ৮ জনকে আটক করা হয়েছে। আটক কালে তাদের কাছ থেকে দুইটি জোয়ার বোর্ড ৪৮৯০ টাকা, দুই বান্ডিল তাস ও ৪টি মোমবাতি জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নং ২৮০ তাং ১০/০৭/২০২০ইং




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT