বড়লেখায় চা শ্রমিকের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ
মোঃইবাদুর রহমান জাকির,সিলেট বৃহস্পতিবার বিকেল ০৫:০৯, ৮ অক্টোবর, ২০২০
মৌলভীবাজারের উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় বড়লেখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদফতর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮৭৯ জন চা শ্রমিকদের মধ্যে ৫,০০০ টাকা করে সর্বমোট ৯৩,৯৫,০০০ টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৮ অক্টোবর বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। পৃথক আরেক অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, বড়লেখা কর্তৃক সরকারের বিভিন্ন সংস্থার অর্থায়নে গৃহহীন /দুঃস্থ/অসহায় ২৬২ টি পরিবারের জন্য বাস্তবায়িত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দুটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, বড়লেখার চেয়ারম্যান সোয়েব আহমেদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা পরিষদ, বড়লেখার সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ। অনুষ্ঠান দুটি পরিচালনা করেন উপজেলা পরিষদ, বড়লেখার ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন।