ঢাকা (রাত ১:৪৫) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বেস্ট টিম সাতক্ষীরার ভোমরা টিম লিডার মাসুদ ধর্ষণ ও ব্লাকমেইল মামলায় গ্রেফতার

আজহারুল ইসলাম সাদী আজহারুল ইসলাম সাদী Clock মঙ্গলবার রাত ০৮:৫৮, ২৮ জুলাই, ২০২০

সাতক্ষীরার ভোমরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বেস্ট টিম সাতক্ষীরা’র ভোমরা ইউনিয়ন টিম লিডার মাসুদ হোসেন নামের এক যুবককে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। ওই যুবক ভোমরা লক্ষ্মীদাড়ী এলাকার শহিদুল ইসলামের পুত্র। রোববার নিজ বাড়ি হতে মাসুদকে আটক করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ভোমরা লক্ষ্মীদাড়ী এলাকার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কয়েক মাস পূর্বে তার চাচার বাড়িতে বেড়াতে যায়।

২৭ মে ২০১৯ এবং ৩ ডিসেম্বর ১৯ তারিখে বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার মাসুদ তার কন্যাকে ধর্ষণ করে। সে সময় কৌশলে কন্যার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ওই লম্পট মাসুদ। পরে ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী কন্যার পিতার কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে সময় ৩০ হাজার টাকা দিয়ে কিছু ছবি দিলেও পরবর্তীতে আবারো ৫০ হাজার টাকা দাবি করে-না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এবিষয়ে তার বড় ভাইয়ের কাছে অভিযোগ দিলে তিনিও চাঁদা টাকার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে ওই লম্পট মাসুদের দাবিকৃত টাকা না দেওয়ায় ওই ছবি ও ভিডিও ইন্টারনেটসহ বিভিন্ন এ্যাপসে ছড়িয়ে দিতে থাকে। উপায়ন্তর হয়ে ভুক্তভোগী কন্যার পিতা বাদী হয়ে গত ২৬ জুলাই ২০২০ সাতক্ষীরা সদর থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার নং ৯০।

উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত মাসুদকে আটক করে। এঘটনায় ভুক্তভোগীর পরিবার ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT