বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ) শুক্রবার রাত ১০:৫৬, ২৮ জানুয়ারী, ২০২২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ধর্মপাশা উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার (৭০) আর নেই।
(ইন্নাল্লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে।
জানা গেছে, আজ (২৮ জানুয়ারি) শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ধর্মপাশা উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার (৭০) এর হৃদযন্ত্রের ব্যাথা অনুভব হলে চিকিৎসার উদ্দেশ্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সকাল সাড়ে ৭ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবন বাজী রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন।
আজ (২৮জানুয়ারি) শুক্রবার বিকেল ৩টার দিকে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ শেষে তাঁর লাশ এলাকার কবরস্থানে দাফন করা হয়।
তিনি নিজের ব্যবহার ও সততার কারণে এলাকার মানুষজনদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাই এই বরেন্য ব্যক্তির মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান সংসদ কমান্ড ধর্মপাশা উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানগন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষেরা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, এডভোকেট আব্দুল হাই,সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, বর্তমান চেয়ারম্যান সেলিম আহমেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, শোকসন্তপ্ত পরিবার ও মরহুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও শোক প্রকাশ করেন।