ঢাকা (রাত ১:৪২) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই এর মৃত্যুতে ইবি বঙ্গবন্ধু পরিষদের শোক

ইবি প্রতিনিধি ইবি প্রতিনিধি Clock শনিবার সন্ধ্যা ০৬:৫৬, ১৮ জুলাই, ২০২০

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই এর মৃত্যুতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ’ গভীর শোক প্রকাশ করেছে।
তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইসলামী বিশ্ববিদ্যালয়  বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন এক শোকবার্তায় বলেন, মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাই ও তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই এর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য, শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের মিঠামইনে জানাজা ও পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। নয় ভাই-বোনের মধ্যে আবদুল হাই ছিলেন অষ্টম। তার জন্ম হয়েছিল ১৯৫৩ সালে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT