ঢাকা (রাত ২:২২) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিএনপির সাবেক এমপির’র বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৪৭, ১৪ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনের সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা করে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের ক্লাব সুপার মার্কেটের সমানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নাচোল উপজেলার জামতলা বাজারে ২০১৮ সালে ২৫ শতক জমি ক্রয় করেন একই এলাকার প্রবাসী তারিক আলম ও সাবানা আলম। কিন্তু দীর্ঘদিন ধরেই জমি দখলের পায়তারা করেছেন আওয়ামীলীগ নেতা কাউসার আলী ও নাচোল উপজেলা আওয়ামউলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছত্রছায়ায় তার সহযোগী জমশেদ আলী রঞ্জু গং। এরই ধারাবাহিকতায় গত চলতি বছরের ১০ অক্টোবর বৃহস্পতিবার ভাংচুর ও জোরপূর্বক দোকানঘর উচ্ছেদ করে তারা। আর এতে বাধা দিতে গেলে নারীদের উপরো হামলা চালায় তাদের সস্ত্রাসী বাহিনী। ভাংচুর ও দখলের পর এখনও নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আওয়ামীলীগ নেতা কাউসার আলী ও তার লোকজন।

 

বক্তারা আরও বলেন, এর ১০ মাস আগেও একইভাবে জোরপূর্বক উচ্ছেদ, দখল ও মারধর করা হয় যার প্রতিটিতে প্রত্যক্ষ মদদ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। পাশাপাশি সাবেক এই এমপি’র লোকজন থানায় গিয়ে ভূক্তভোগীদের নামে জোর পূর্বক মিথ্যা মামলা দায়ের করেছে। আর এতে নিরাপত্তাহীনতায় থাকার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

তৃনমূল বিএনপি নেতাকর্মীর ব্যানারে মানববন্ধনে এ সময় অন্যান্যের মধ্যে ভুক্তভোগী পরিবারের সদস্য মাহফুজুর রহমান শাউন, লিপি হক, রেজিয়া বেগম, পিংকি খাতুন, নাচোল উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাফেক আলী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT