ঢাকা (সন্ধ্যা ৭:২২) বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সামাদ সভাপতি-জাহাঙ্গীর সম্পাদক

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার রাত ১০:৫১, ২১ সেপ্টেম্বর, ২০২৪

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রোভারিং” শ্লোগাণে নবম ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ত্রৈ-বার্ষিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার।

এ সময় বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার টিমের স্কাউট ব্যক্তিত্ব প্রফেসর ড. আব্দুল মজিদ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য স্কাউটস খুবই গুরুত্বপূর্ণ। আর তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রম পরিচালনা করার আহŸান জানান বক্তারা।

আলোচনা শেষে আগামী ৩ বছরের জন্য চৌডালা জহুর আহমেদ মিঞা কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম সম্পাদক, কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের শিক্ষক আবুল বাসার যুগ্ম সম্পাদক, রানীহাটি কলেজের শিক্ষক রায়হান আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

এছাড়া নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মোহা. মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান হোসেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহা. মূসাকে সহ-সভাপতি ঘোষণা করা হয়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম পদাধিকার বলে যথাক্রমে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত হন।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার মো. আতাউর রহমান, সহ-সভাপতি প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ভবানীপুর দারুল হাদীস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিনসহ জেলা উপজেলার স্কাউটস রোভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT