ঢাকা (সন্ধ্যা ৭:৪১) বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করলেন রংপুরের জেলা প্রশাসক

রংপুর বিভাগ ২৩১২ বার পঠিত

আসিব আহসান, পীরগাছা (রংপুর) আসিব আহসান, পীরগাছা (রংপুর) Clock বুধবার রাত ০৯:৪১, ১৫ জুলাই, ২০২০

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের পীরগাছার চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কয়েক দফা পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে নদী ভাঙন ও জনমানুষের নানা দুর্ভোগ।
আজ বুধবার (১৫ জুলাই) এসব নদী ভাঙন ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এর আগে তিনি উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে নদী ভাঙনের শিকার ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে শুকনা খাবার ও ২৭০ পরিবারের মাঝে পুষ্টিকর শিশু খাদ্য বিতরণ করেন।
পরে নদী ভাঙন ও বন্যায় গৃহহীন হয়ে আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেয়া ২৫০ পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এবারের বন্যায় পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের ৪ হাজার পরিবার নদী ভাঙন ও বন্যায় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্ত জেসমীন প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত আব্দুল আজিজ, সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT