ঢাকা (দুপুর ১২:৪২) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়লেখার ৩২ জন হোম কোয়ারেন্টাইনে

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ১১:২৩, ২১ মার্চ, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে ৩১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বেশিরভাগই বিদেশফেরত। তবে কারও শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ এখনও পাওয়া যায়নি। মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ওই ৩১৭ জনের মধ্যে সদরে ২৬ জন, কুলাউড়ায় ৫২ জন, জুড়ীতে ১৯ জন, বড়লেখায় ৩২ জন, শ্রীমঙ্গলে ৮১ জন, কমলগঞ্জে ৬৫ জন এবং রাজনগরে ৪২ জন। মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকশানা ওয়াহিদ রাহি এ তথ্য নিশ্চিত করে জানান, কোয়ারেন্টাইনে থাকা কারও শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ নেই। তারা সবাই মৌলভীবাজারের স্বাস্থ্য বিভাগের নিবিড় তদারকির মধ্যে রয়েছেন।তবে অভিযোগ রয়েছে, করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের অধিকাংশই জনসমাগমে ঘোরাফেরা করছেন। অনেকে বিয়ে, কেনাকাটায়ও ব্যস্ত। মানছেন না ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়মাবলী। মোবাইল কোর্ট করে অনেককে জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। জোর করে পাঠিয়ে দেয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইনে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT