ঢাকা (সকাল ৯:২৮) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

বগুড়ায় ডিবির পৃথক অভিযানে প্রতারকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock সোমবার রাত ১০:৩৬, ৩০ নভেম্বর, ২০২০

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশ সিআইডি পুলিশ এবং দূর্নীতি দমন কমিশনের সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট এর ভুয়া পরিচয় দানকারী মোঃ আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া (২৭) নামে এক প্রতারক এবং ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম (৩৭) ও মোঃ রেজাউল করিম (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রবিবার তাদের একাধিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় হযরতপুর বুজরুক নুরপুর গ্রামের মোঃ আব্দুর রউফ ওরফে আব্দুস সাত্তারের ছেলে এবং জাহিদুল ইসলাম বগুড়া জেলার সোনাতলা থানার হাঁসবাজ গ্রামের মৃত আফসার মন্ডলের ছেলে ও রেজাউল করিম একই এলাকার মোঃ ইব্রাহীম মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আতিকুর রহমান সিআইডি এবং দূর্নীতি দমন কমিশনের সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট এর ভুয়া পরিচয় দিয়ে এক মহিলার কাছ থেকে প্রতারণা করে মোবাইল ফোন নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬ টায় জেলার সদর থানার চারমাথা এলাকার আকবরিয়া টার্মিনাল ক্যাফের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বাংলাদেশ সিআইডি পুলিশ এবং দূর্নীতি দমন কমিশনের সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট এর ভুয়া পরিচয়পত্র দুইটি, একটি জাল জাতীয় পরিচয়পত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সে রংপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় নিরীহ মানুষদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

অপরদিকে একই দিন রাত ৮ টায় জেলার সোনাতলা থানার হরিখালী বাজার এলাকা থেকে ৩০০গ্রাম গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলামকে এবং ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই মাদক ব্যবসায়ী। ওসি ডিবির নির্দেশনায় এসআই মোঃ ফরহাদ সরকার, এসআই মোঃ আরিফুর রহমান, এএসআই মোঃ মনিরুল ইসলাম, এএসআই মোঃ শিহাব উদ্দিনসহ ডিবি পুলিশের একটি চৌকস দল উভয় অভিযান পরিচালনা করেন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

 




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT