বগুড়ার সান্তাহারে আগুনে পুড়ে প্রাণ গেল এক গৃহবধূর
মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া রবিবার রাত ০২:১০, ৮ নভেম্বর, ২০২০
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে ভাত রান্না করার সময় শাড়িতে আগুন লেগে রেনুকা বেগম (৫৫) নামের এক গৃহবধূ মর্মান্তিক ভাবে মারা গেছেন।
শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। রেনুকা বেগম উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।
গ্রামবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে রেনুকা বেগম নিজের বাড়িতে চুলায় ভাত রান্না করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তার শাড়ির আচল থেকে শরীরে আগুন লেগে যায়। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে এবং দ্রুত তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়।
তাঁর শারিরীক অবস্থা শোচনীয় হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রেনুকা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সেখান থেকে রেনুকা বেগমকে রাজশাহী নিয়ে যাওয়ার সময় মধ্যরাতে পথে তাঁর মৃত্যু ঘটে। সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।