বগুড়ার আদমদীঘি সান্তাহারে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে অনলাইনে ক্লাস
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার দুপুর ০৩:১৮, ৯ জুন, ২০২০
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনার জন্য তালা ঝুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে। বগুড়ার বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিস্তব্ধ বিদ্যালয় প্রাঙ্গণ, আসছেনা শিক্ষক ও শিক্ষার্থীরা। কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো? এ প্রশ্নের উত্তর জানা নেই অনেক বিদ্যালয়ের প্রধানদেরও। এমন পরিস্থিতিতে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরাও দীর্ঘ প্রায় ৩মাস যাবৎ ঘরে বসে হাঁফিয়ে উঠেছে। সান্তাহারে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে অনলাইনে ক্লাস লেখাপড়া না থাকায় মনোযোগী হচ্ছে ইন্টারনেট ভিত্তিক মোবাইল গেমসে অথবা সারাদিন পড়ে থাকছে টেলিভিশনের পর্দায়। ফলে অভিভাবকদের দাবী-একটানা পড়াশোনা বন্ধ থাকায় পিছিয়ে যাচ্ছে তাদের সন্তানরা। শিক্ষার্থীদের লেখাপড়ার চিন্তা মাথায় নিয়ে অনলাইন ক্লাস চালু করেছে সান্তাহারে ‘নিউ উদয় কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল’। অনলাইনে ক্লাস করতে পারায় খুশি শিক্ষার্থীরা ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট অভিভাবক মহল। নিউ উদয় কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মঞ্জুর মোরশেদ জানান, করোনার মধ্যে উন্নত দেশের মতো আমাদের শিক্ষার্থীরাও ঘরে বসে অনলাইন ক্লাস পেয়ে অত্যন্ত খুশি। ২য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে ৪০ মিনিট পাঠদান করানো হচ্ছে। সান্তাহার ফুলকুড়ি কম্পিউটার স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীতে রূপ নেয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা যেন পিছিয়ে না পড়ে সেজন্য অনলাইন ক্লাস নিয়ে তাদের সক্রিয় করে রাখা একটি ব্যতিক্রমি উদ্যোগ।