ঢাকা (বিকাল ৪:৩৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

প্রাথমিকে ছুটি বাড়লো ২২মে পর্যন্ত

শিক্ষাঙ্গন ২৩১৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock রবিবার সন্ধ্যা ০৬:৪৭, ২৮ মার্চ, ২০২১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে রোজার ঈদের পর আগামী ২৩ মে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির এই সময়ে শিক্ষার্থীরা বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ৩০ মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল সরকার। এখন আর সেটি হচ্ছে না।

অন্যদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আগামী ২৪ মে খুলবে। এর আগে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলবে ১৭ মে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT