ঢাকা (সকাল ১০:০৪) শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রেমিটেন্স প্রেরণের ওপর কোনো চার্জ রাখবো না, কুয়েতে রেমিটেন্স সেমিনারে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস, কুয়েত।

Khabir Sabuj Khabir Sabuj Clock মঙ্গলবার দুপুর ০৩:২৮, ২৩ মে, ২০১৭

“প্রবাসীদের অর্থ বাংলাদেশের গর্ব”

স্লোগানকে সামনে রেখে আজ কুয়েত সময় ২২মে ২০১৭ ইং তারিখ রাত ৮:৩০ মিনিটে বাংলাদেশ দূতাবাস কুয়েত- এর পৃষ্ঠপোষকতায় আব্বাসীয়া কমিউনিটি হলে (জামিয়া সংলগ্ন) রেমিটেন্স সেমিনার ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কমিউনিটি কুয়েত-এর সভাপতি এবং বঙ্গবন্ধু স্কুল কুয়েত-এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শহীদুল ইসলাম পাপুল সাহেবের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, বাংলাদেশ দূতাবাস কুয়েত।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম শহীদুল আহসান, চেয়ারম্যান, মার্কেন্টাইল ব্যাংক।
সভায় আরও উপস্থিত ছিলেন মেঘনা নিউজ এর প্রতিনিধিগন।

 

দেশে রেমিটেন্স পাঠাতে এখন থেকে প্রবাসীদের আর কোনো খরচ দিতে হবে না বললেন এস,এম, আবুল কালাম সাহেব।
তিনি আরও বলেলেন, ‘প্রবাস আয়ের প্রবাহ বাড়াতে আমরা রেমিটেন্স প্রেরণের ওপর কোনো চার্জ রাখবো না। কোনো পয়সা খরচ ছাড়াই বিদেশে বসবাসরত প্রবাসীরা যেন দেশে রেমিটেন্স পাঠাতে পারেন, আমরা সেই ব্যবস্থা করবো। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে অবহিত করেছেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধসহ নানা পরিস্থিতির কারণে বাংলাদেশিদের আয় কমে গেছে। এছাড়া প্রবাসীরা যেখানে আছেন, সেখানেও তাদের সঞ্চয়ের একটা অংশ এখন রাখছেন। এসব কারণে সম্প্রতি প্রবাস আয় কিছুটা কমে গেছে বলে তিনি মন্তব্য করেন।
সরকারের সহযোগীতায় প্রবাসীদের সবরকম সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন তারা।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT