পাবর্ত্য চট্রগ্রামসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,বান্দরবান রবিবার সন্ধ্যা ০৬:০২, ২৭ সেপ্টেম্বর, ২০২০
পাবর্ত্য চট্রগ্রামসহ সারাদেশে নারী–শিশু ধর্ষণ ও সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন এলাকার নারী–কিশোরী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সচেতন ছাত্র সমাজ ও সচেতন নাগরিক,মানুষের জন্য ফাউন্ডেশন,পার্বত্য চট্টগ্রাম ইউম্যান রিসোর্স নেটওয়ার্কসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন– নারী নেত্রী ও মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা, আ্যডভোকেট সারা সুদীপা, অ্যাড. মাধবী মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি উহ্লায়ি মারমা,নারী নেত্রীসহ বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা,বলেন খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ায় আহ্বান জানান।