পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ৭১ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
মোঃইবাদুর রহমান জাকির সোমবার দুপুর ০১:৪৩, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্টান পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ৭১ তম বার্ষিক ওয়াজ মাহফিলে গত সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত ধরাবাহিক মাহফিল চলে।পুরুষ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আলোচিত বক্তা মুফতি আমির হামজা মনবতার মুক্তির সনদ আল কোরআন থেকে ওয়াজ পেশ করেন, এসময়ে সভাপতিত্ব করেন পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মিসবাহ উদ্দিন।
ঐ দিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পযর্ন্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করেন মুফতি আমির হামজা, সভাপতিত্ব করেন দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অত্র মাদ্রাসার হিফজ বিভাগের সভাপতি মাওঃ আব্দুস ছবুর।বিশেষ অতিথি হিসেব আলোচনা পেশ করেন মাওলানা সাদিক সিকান্দার সিলেট।এ সময় সভাপতিত্ব করেন বড়াইল ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওঃ আব্দুন নুর, পুরুষ অধিবেশন বাদ জোহর থেকে শুরু হওয়া চলমান থাকে।
এ সময় বয়ান পেশ করেন মাওলানা সাদিকুর রহমান আল আজহারী (ঢাকা) তখন ই সভাপতিত্ব করেন হলদিরপার দারুল কোরআন হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার সুপার সৈয়দ সাইফুল হক, আরো বয়ান পেশ করেন মাওলানা আব্দুল মতিন শাহবাগী। এ সময় সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোহাম্মদ সাইফুল্লাহ ,বাদ মাগরিব মাওলানা সিফাত হাসান( ঢাকা) বয়ান পেশ করেন। এসময় সভাপতিত্ব করেন গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল মান্নান আজাদ,রাত ৮ টায় মাওলানা হোসাইন আহমদ মাহফুজ (চুয়াডাঙ্গা) এ সময় সভাপতিত্ব করেন ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাঃ মাওঃ আব্দুল আহাদ খান। বয়ান পেশ করেন মাওলানা কাজী আব্দুর রহমান (চান্দগ্রামী)।এ সময় সভাপতিত্ব করেন হাজী ইলিয়াস আলী।
এদিকে, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় ভরপূর হয় ওয়াজের প্যান্ডেল বাদ এশা মাদ্রসার হিফজ শাখার সদ্য হিফজ সম্পন্নকারী পাচঁ জন কোরআনে হাফেজ ১ কামরুল ইসলাম, ইটাউরী,বড়লেখা ২ নাঈম আহমদ তাড়াইল,কিশোরগঞ্জ৩ এরশাদুল ইসলাম বড়উধা বিয়ানীবাজার ৪ শাহেদুর রহমান কালাইউরা,বিয়ানীবাজার ৫ আরিফুর রহমান ভূগা,বড়লেখা কে পাগড়ী প্রদান করা হয়।দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আমিরিকা প্রবাসী সালাহউদ্দিন শাহিনের পক্ষ থেকে নগদ অর্থ পাগড়ি ক্রেষ্ট ও করা হয়।পাগড়ি পরিধান করিয়েদেন মুফতি আমির হামজা কুষ্টিয়া, মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীরে কামিল হাফেজ আব্দুল গফফার রায়পুরী।
সর্বপোরি মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আনোয়ার হোসাইন আল আজাদ।
মাদ্রাসা এডহক কমিটি ও আয়োজক কমিটির সদস্য এমরানুল হক বাবু জানান,মাহফিল সুসম্পন্ন হওয়ায় আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি পাশাপাশি পরগনার সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাহফিলে এসেছেন সোন্দর্য মন্ডিত করেছেন এলাকাবাসী যতটুকু সহযোগীতা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ।