নড়াইলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ইকবাল হাসান,নড়াইল
মঙ্গলবার ১২:১০, ২৮ জুন, ২০২২
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পান্নির প্রতিনিধিদের লাঞ্চিত ও হেনস্থার প্রতিবাদে দোষীর বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সোমবার (২৭ জুন) বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ফারিয়া লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সমাবেশে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, সহসভাপতি মোঃ মাহাবুব ইসলাম, মোঃ তারেক হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ তারিকুজ্জামান প্রমুখ।
বক্তারা দোষী পরিচালকের শাস্তির দাবি জানান। এসময় ফারিয়ার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।


