নেকমামুদ ল্যাবরেটরি মডেল স্কুলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
একরামুল ইসলাম,পীরগাছা,রংপুর মঙ্গলবার সন্ধ্যা ০৬:২৯, ২০ অক্টোবর, ২০২০
রংপুরের পীরগাছায় নেকমামুদ ল্যাবরেটরি মডেল স্কুলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে।
জানা যায়, ২০১৪ সালের আজকের এই দিনে আলোকিত মানুষ গড়ার দ্বীপ্ত শপথ নিয়ে সৃজনশীল শিক্ষার বিকাশে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ অঞ্চলের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে চার জন প্রতিষ্ঠাতা পরিচালক মিলে যাত্রা শুরু করেন প্রতিষ্ঠানটি। শিক্ষা, সংস্কৃতি, শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ ও সুস্থ বিনোদনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য খুব অল্প সময়ে অত্র অঞ্চলের সর্বস্তরের মানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
সর্বশেষ ২০১৯ সালে প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে পীরগাছা উপজেলায় সর্বোচ্চ জিপিএ ৫.০০ অর্জন করে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া তাম্বুলপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তিতে ইউনিয়ন কোটা ৬টির মধ্যে সবগুলো পেয়ে রেকর্ড অর্জন করেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মশিউর রহমান শুভ ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল প্রতিষ্ঠাতা পরিচালক, বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের সাধারণ মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।