নির্বাচন কমিশন বরাবর জাতীয় পার্টির আসন পরিবর্তনের খসড়া তালিকার বিরুদ্ধে লিখিত আবেদন করেনl
Alauddin Islam শুক্রবার সকাল ১০:০৮, ৩০ মার্চ, ২০১৮
নির্বাচন কমিশন বরাবর জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী নেতা আবু জায়েদ আল মাখন সরকার সহ মেঘনা উপজেলার বিভিন্ন নেতারা কুমিল্লা ১,২ আসন পরিবর্তনের খসড়া তালিকার বিরুদ্ধে লিখিত আবেদন করেন। বৃহস্পতিবার ২৯ মার্চ প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ আবেদন করেন। আবেদনে আয়তন,ইউনিয়ন পরিষদ সংখ্যা, ভোট কেন্দ্রের সংখ্যা,জনসংখ্যা, ভোটার সংখ্যা, যোগাযোগব্যবস্থা, ভৌগলিক ও আর্থ সামাজিক সহ প্রশাসনিক অবস্থা সর্বপরি জনমত কে সদয় বিবেচনায় প্রাথমিক তালিকায় প্রকাশিত কুমিল্লা -১,২, নির্বাচনী এলাকার সীমানা চুড়ান্ত শুনানীর সময় দাউদকান্দির সাথে মেঘনা কে কুমিল্লা -১,ও হোমনা -তিতাস উপজেলাকে কুমিল্লা -২ করার অনুরোধ জানান।আবেদনে মেঘনা উপজেলার জাতীয় পার্টির – দেলোয়ার হোসেন সরকার, কবির হোসেন হাউদ, মোখলেছুর রহমান, কবির হোসেন প্রধান, জামাল হোসেন, জিয়া উদ্দিন সরকার, শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মাইনুল হাসান , মাকসুদা সুলতানা প্রমূখ নেতৃবৃন্দ স্বাক্ষরিত আপত্তি ও দাবীনামা জমা দেওয়া হয়েছে।