নানা আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে পালিত হল বিশ্ব পর্যটন দিবস
নিজস্ব প্রতিনিধি শুক্রবার বিকেল ০৪:০৭, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,বান্দরবান প্রতিনিধিঃ ” ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে পালিত হল বিশ্ব পর্যটন দিবস।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাএা বের হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্হানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে সবাই মিলত হয়। শোভাযাএায় ব্যানার,প্যাস্টুন, বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বদিউল আলম।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, বান্দরবানে পর্যটন শিল্প দিন দিন বিকশিত হওয়ায় এখন অসংখ্য হোটেল মোটেল গড়ে উঠেছে তাতে কর্মসংস্থান হচ্ছে অসংখ্য বেকার যুবক ছেলে মেয়েদের।
উক্ত আলোচনা সভা শেষে একই মঞ্চে ক্ষুদ্র -নৃ গোষ্ঠী সম্প্রদায় ও স্হানীয় শিল্পিদের অংশ গ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।