নাগরপুরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্ভোধন
মো. শাকিল হোসেন শওকত,নাগরপুর, টাঙ্গাইল রবিবার বিকেল ০৪:৫৩, ২০ সেপ্টেম্বর, ২০২০
টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর উদ্ভোধন করলেন সাংসদ টিটু।
২০ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টার সময় উপজেলা কম্পাউন্ডে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর উদ্ভোধন করেছেন টাঙ্গাইল-৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, আগামী প্রজন্মের কাছের আমাদের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর জীবনের স্মৃতিপট তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে এ যাদুঘর। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিশেষ বিশেষ স্থীর চিত্রে সমৃদ্ধ এই যাদুঘরে কোন দর্শনার্থী আসলে যেন তারা ঘটে যাওয়া ইতিহাসের প্রকৃত ছবিগুলো দেখতে পায় সে লক্ষেই এ যাদুঘর স্থাপন করা হয়েছে। আজ আমরা এই যাদুঘরের যাত্রা করলাম, দিন দিন এই যাদুঘরের পরিধি ও সুনাম ছরিয়ে পড়বে পুরো দেশে। এর মাধ্যমে বেচেঁ থাকবে হাজার বছরের শ্রেষ্ঠী বাংঙ্গালী জাতীর জনক ও বীর মুক্তিযোদ্ধাগণ।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তারিন মাশরুর, অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, ছামিনা বেগম সিপ্রা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকাদ্দস মিয়া, সুজায়েত হোসেন সহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ ও উপজলার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।