কবিতা হলো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দিতে শক্তিশালী অস্ত্র : আব্দুস সাত্তার

মেঘনা নিউজ ডেস্ক
শুক্রবার সকাল ০৮:০৪, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
কবিতা হলো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথানত না করে প্রতিবাদের শক্তিশালী অস্ত্র। দেশ মাতৃকার যেকোনো ক্রান্তিলগ্নে কবিতা হয়ে ওঠে প্রতিবাদের মূখ্য অস্ত্র। অশান্ত হৃদয় প্রশান্তিকরণে কবিদের কবিতার যাদুকরি ভাষা এক নিয়ামক হিসেবে কাজ করে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪ এর গণঅভ্যুত্থান সফল করতে দেশের কবি সাহিত্যিকদের কবিতা মানুষের হৃদয়কে আন্দোলন সংগ্রামের পথ দেখাতে সহায়তা করেছেন। ভালো কবি ও কবিতার চাহিদা ছিল,আছে,থাকবে। যুগযুগ ধরে এই পৃথিবীর পাতায় অমর হয়ে থাকবে সুসাহিত্যিকরা।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বিকালে আল-আমিন স্মৃতি পরিষদের আয়োজনে দাউদকান্দি পৌরসভার তাসফিন সিএনজি স্টেশনে সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদারের ৭ম কাব্যগ্রন্থ ” বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি ” এর প্রকাশনা উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজনৈতিক ব্যক্তি সাহিত্যিক ও রাহমাতুননেসা চ্যারিটির চেয়ারম্যান আব্দুস সাত্তার।
তিনি আরও বলেন, সুসাহিত্য চর্চা করুন। সাহিত্যের নামে ধর্মে আঘাত, দেশে আঘাত এ ধরনের মনমানসিকতা পরিহার করুন। মনে রাখবেন নোংরা সাহিত্য চর্চা করে সস্তায় জনপ্রিয়তা পাওয়া গেলেও তা টেকসই হয় না। এর জ্বলন্ত উদাহরণ যুগে যুগে দৃশ্যমান।
আব্দুস সাত্তার আরও বলেন, সাহিত্য চর্চার পথে যারা বাধা হয়ে দাঁড়াও তারা স্বৈরাচারী। নিজের ভিতরকে পরিস্কার করতে আমাদের সাহিত্য চর্চা জরুরি। আমাদেরকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এই যুগের মানুষগুলো দিনদিন বইমিমূখ হয়ে যাচ্ছে। তাদেরকে বইমূখী করার জন্য আমাদের কাজ করতে হবে।
আব্দুস সাত্তার বলেন, কবিতা কিংবা ভালো সাহিত্য চর্চা মাধ্যমেও দেশ ও জাতির উপকার করা যায়, এদেশের কবি ও সাহিত্যিকরা ন্যায়ের পথের আলোকবর্তিকা। অন্যায়ের বিরুদ্ধে কবি সাহিত্যিকরা একা হলেও দাঁড়িয়ে যায়। এটা আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক মঙ্গল।
সমাজকর্মী ও সাংবাদিক তৌফিক রুবেলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন— জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহির উদ্দিন। কবি হোসাইন মোহাম্মদ দিদারের কাব্যগ্রন্থ ” বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি ”
নিয়ে বিশেষ অতিথি হিসেবে এক জ্ঞানগর্ব বক্তব্য রাখেন— এ্যাড. মোখলেছুর রহমান, এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রধান, সাবেক কৃতি ফুটবলার জামাল উদ্দিন মোল্লা, সাবেক ছাত্র নেতা বোরহানউদ্দিন ভূঁইয়া, বৃহত্তর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল করিম সরকার,
সাংস্কৃদিক ব্যক্তি কামাল হোসেন সরকার,ক্রীড়া ব্যক্তি মহিউদ্দিন মহি , সাংস্কৃতিক ব্যক্তি নূরুল আমিন, সমাজকর্মী ও ব্যবসায়ী
রিটু সরকার, সমাজকর্মী মোল্লা সোহেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন — দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মামুন সরকার ও সাংস্কৃতিক ব্যক্তি মোল্লা সোহেল।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— দাউদকান্দি উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে গন্থকারের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুস সাত্তার, প্রধান আলোচক অধ্যাপক জহির উদ্দিন , অ্যাড. মোখলেছুর রহমান, এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রধান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, সাবেক কৃতি ফুটবলার জালালউদ্দিন মোল্লাসহ সমাজসেবক, সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
কবির দীর্ঘ লেখালেখি জীবনে দুজন পাঠককে সেরা পাঠক নির্বাচিত হয়। তন্মধ্যে সাবেক ছাত্র নেতা বোরহানউদ্দিন ভূঁইয়াকে সেরা পাঠক সম্মান প্রদান করা হয়।
সম্মান স্মারক প্রদান করার আগে” বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আব্দুস সাত্তার, প্রধান আলোচক সহকারী অধ্যাপক জহির উদ্দিন,
বিশেষ অতিথি অ্যাড. মোখলেছুর রহমান, সাবেক কৃতি ফুটবলার জামালউদ্দিন মোল্লা, অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক ও সমাজকর্মী তৌফিক রুবেলসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।