ঢাকা (বিকাল ৩:৪৫) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock শুক্রবার সন্ধ্যা ০৭:২৮, ১২ ফেব্রুয়ারী, ২০২১

ডিজিটাল ম্যারাথনের শ্লোগান ছিলো ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন ২০২১’।মুজিব শতবর্ষের চেতনা ছড়িয়ে দিতে ডিজিটাল ম্যারাথন  উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় শুক্রবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় শহরের এটিম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশিদ জেলা প্রশাসনের সহযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিবিশন এর আয়োজন করেন। পরে এটিএম মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে নওগাঁ ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে অন্তত ৩ হাজার নারী- পুরুষ অংশ নেয়।

করোনা সময়ে এ আয়োজন সফল হয়েছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিবিশনের মেজর রুহুল আমিন।  তিনি বলেন, করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে ম্যারাথন আয়োজন করা হয়েছে।  সেনাবাহিনী,  বিজিবি, পুলিশ, আনসার,রোভার স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংগঠন এ ম্যারাথনে অংশগ্রহণ করেন।

নওগাঁয় ইতোপূর্বে ম্যারাথন অনুষ্ঠিত হলেও মুজিববর্ষ উপলক্ষে প্রথমবারের মতো বড় কোন আয়োজনে নারী ও পুরুষ এ ম্যারাথন অংশ গ্রহণ করেন।

দৌড় শেষে অংশগ্রহন সকল অ্যাথলেটদের একটি করে টি-শার্ট তুলে দেন ম্যারাথন আয়োজক।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT