ঢাকা (দুপুর ২:১৭) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধলেশ্বরী নদীতে মাসের পর মাস যাবৎ চলছে বালু উত্তোলনের মহাউৎসব

মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock মঙ্গলবার ১২:৫১, ২৬ এপ্রিল, ২০২২

নাগরপুর-দেলদুয়ার উপজেলার সীমানায় ধলেশ্বরী নদীতে বিগত কয়েক মাস যাবৎ, রফিক ও শামসুলের ২টি ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহাউৎসব।

এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে, উপজেলাদ্বয়ের সীমানার ঘুনাপাড়া এলাকার পাহাড়পুর নামক স্থানে গিয়ে দেখা যায়, লক্ষ লক্ষ সিএফটি নদীর বালু উত্তোলন করে স্তূপ করে বিক্রি করছে একটি মহল। প্রতি ট্রাক্টর বালু ২০০-২৫০ টাকা দরে বিক্রি করছে এরা।

এসব ড্রেজার চালানোর সাথে সম্পৃক্তদের সাথে কথা বলে জানা যায়, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা বলে প্রশাসনকে জানিয়েই চলছে এসব ড্রেজার।

বালু উত্তোলনকারীরা দাবি করেন, টাঙ্গাইলের ডিসি অফিস থেকে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের নদী ড্রেজিং করে বালু উত্তোলন করে উন্নয়নমূলক কাজে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

তবে সরেজমিনে ট্রাক্টরে বালু বিক্রি করতে দেখা যায়। এবং এসব বালু বিক্রির কথা অকপটে স্বীকারও করেন তারা। এভাবেই প্রতিদিন চলে বালু বেচা-কেনা, দাবি করেন ট্রাক্টর চালকেরা।

ড্রেজার ব্যবসায়ী রফিক বলেন, গত সপ্তাহে দেলদুয়ারের এসিল্যান্ড এসে পাইপের কাছ থেকে ঘুরে গেছে। কিভাবে চলে এটা বোঝেন না। সবই ভাই উপর মহলের হাত। এলাসিন ও দেলদুয়ার উপজেলার আওয়ামীলীগের নেতা মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলেন, তাহলেই সব বুঝতে পারবেন।

তবে, আওয়ামী নেতা মোহাম্মদ আলীর মোবাইলে কল করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয় দেলদুয়ার উপজেলার ইউএনও এর সরকারি নম্বরে কল করলে তিনি বলেন, আমার পিতার অসুস্থতার জন্য অফিসের বাইরে আছি। এ বিষয়ে এই মূহুর্তে কিছু বলতে পারছিনা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT