ঢাকা (দুপুর ১:০৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় বিস্কুট নিতে এসে নৌকা ডুবে শিশু শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৯:৪৪, ২২ জুন, ২০২০

মোবারক হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিস্কুট নিতে এসে ওই বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ুয়া সুমাইয়া আক্তার(৬)নামের এক স্কুল ছাত্রী নৌকাডুবে মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে। ওই ছাত্রী উপজেলার চকিয়াচাপুর নয়নশ্রী পাড়া গ্রামের কৃষক রফিকুল মিয়ার শিশু কন্যা। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ গ্রাম চকিয়াচাপুর নয়নশ্রী পাড়া থেকে শিশু শ্রেণিতে পড়ুয়া সুমাইয়া আক্তারসহ নয়জন শিক্ষার্থী একটি ছোট্ট নৌকায় করে বিদ্যালয়ের দিকে রওয়ানা হয়ে খানিকটা দূর যেতেই নৌকার মধ্যে থাকা শিক্ষার্থীদের হইহট্টগোলের কারণে নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় অন্য সকল শিক্ষার্থীরা সাঁতরে তীরে উঠলেও সুমাইয়া পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে সকাল সাড়ে ১০টার দিকে মৃত অবস্থায় সুমাইয়াকে সেখান থেকে উদ্ধার করে। অত্র বিদ্যালয়েরপ্রধান শিকরষক আব্দুল মোনায়েম বলেন, করোনা ভাইরাসের কারণে এ উপজেলার সবকটি বিদ্যালয় গত ১৮মার্চ থেকে বন্ধ রয়েছে। আমাদের বিদ্যালয়ে ৩১৭ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে মাসখানেক আগে সরকারি পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট বিতরণ করা হয়েছিল। নতুন করে পুস্টিমান সমৃদ্ধ বিস্কুট দেওয়ার এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। গুজবে কান দিয়ে কয়েকজন শিক্ষার্থী সরকারি পুস্টিমান সমৃদ্ধ বিস্কুট নিতে আসতে গিয়ে নৌকাডুবে আমাদের বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের মৃত্যু হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) ফেরদৌসুর রহমান বলেন,নৌকা ডুবিতে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর পরই আমি ইউএনও স্যারকে ঘটনাটি জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, নৌকা ডুবে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে আমি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন মহোদয়কে নিয়ে আজ দুপুর ১২টার দিকে সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নৌকাডুবিতে নিহত শিক্ষার্থীর পরিবারটিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। একই দিনে ধর্মপাশা উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসের পক্ষ থেকে নৌকাডুবিতে নিহত শিক্ষার্থীর পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT