ঢাকা (বিকাল ৪:০৪) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দুর্গাপূজায় নিরবিচ্ছিন্নভাবে মাঠে থাকবে পুলিশ: ওসি জুনায়েত চৌধুরী

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৬, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব’ শারদীয় দুর্গোৎসব’ ঘিরে আইনশৃঙ্খলাবাহিনী ব্যাপক তৎপরতা বাড়িয়েছেন বলে জানিয়েছেন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

 

তিনি আরও বলেন, এবার আমরা পুলিশের দায়িত্বের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছি। এই উপজেলায় ৪২ টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে পৌরসভায় পূজামণ্ডপ আছে ১০টি।

 

যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে এবং পূজারীরা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি মণ্ডপে গিয়ে পূজা উৎসব ও সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারে সে বিষয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাজনিত সার্বিক ব্যবস্থা রয়েছে।

 

 

এছাড়া পূ্জার আগাম নিরাপত্তাজনিত স্বার্থে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের শেষাংশে পৌরসভার সাহাপারা শ্রী শ্রী জিওর আখরা মন্দির পরিদর্শনে যান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। এসময় তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া তিনি মণ্ডপে অদূরে একটি প্রতিমা তৈরীর কারাখানা পরিদর্শন করেন।এবং মৃৎ শিল্পীদের সঙ্গে কথা বলেন।

 

 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও দাউদকান্দি পৌর জাসাসের সদস্য সচিব প্রমোদ সরকার মধু জানান,’ দাউদকান্দি পৌরসভায় ১০ টি পূজামণ্ডপ রয়েছে। তন্মোধ্য সাহাপারা শ্রী শ্রী জিওর আখড়ায় রয়েছে বড় পূজামণ্ডপ। এখানে বিপুল সংখ্যক পূজার্থীর আগমন ঘটে। আমরা আশাকরি এবার আগের তুলনায় আরও নিরাপদ অবস্থানে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারবে।

 

পূজামণ্ডপ পরিদর্শনে সঙ্গে ছিলেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম, এসআই সালাউদ্দিন আহম্মেদ, পৌর যুববিভাগের সভাপতি রেজাউল হক সরকার ও সেক্রেটারি সাংবাদিক তৌফিকুল ইসলাম রুবেল।

 

উল্লেখ্য, এবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হবে চলতি মাসের ২৮ তারিখে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT