ঢাকা (বিকাল ৫:১৭) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে বিএনপির গণমিছিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার সকাল ০৯:১৬, ১২ নভেম্বর, ২০২৫

দাউদকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণমিছিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ১৭ বছর পর কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন পুনরুদ্ধারের প্রত্যাশায় আগেভাগেই মাঠে নেমেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ। নেতা–কর্মীদের মাঝে রয়েছে উচ্ছ্বাস, নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে টানা ৭ম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি পূর্বে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও এবারের নির্বাচনে জয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন আগের চেয়ে বেশি সংগঠিতভাবে।

মনোনয়ন পাওয়ার পরই দাউদকান্দি জুড়ে বিএনপি সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উল্লাসের ঢেউ। নেতা–কর্মীদের মাঝে আত্মবিশ্বাস— “এবার আর পরাজয় নয়, ধানের শীষের বিজয় নিশ্চিত।”

এ উপলক্ষে আগামী ১৬ নভেম্বর(রোববার) দাউদকান্দি পৌরসভা এলাকায় বিএনপির উদ্যোগে এক বড় গণজমায়েত ও গণমিছিলের আয়োজন করা হয়েছে। গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই দাউদকান্দি ও মেঘনার বিভিন্ন স্থানে মাইক্রোফোনে প্রচার, পোস্টারিং, ব্যানার, ফেস্টুন ও প্রচারণা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতা–কর্মীরা দারুণ সক্রিয়। অনেকেই নিজেদের ফেসবুক টাইমলাইনে পোস্ট দিয়ে লোকসমাগম বাড়াতে আহ্বান জানাচ্ছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. মারুফ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা এক স্ট্যাটাসে কর্মসূচির সফলতা কামনা করে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করেন। তার পোস্ট ঘিরেও অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা— সমর্থকরা পোস্ট শেয়ার, মন্তব্য ও রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।

দাউদকান্দি পৌরসভা ও আশপাশের এলাকায় ঘুরে দেখা যায়, নেতা-কর্মীদের মাঝে চলছে ব্যস্ততা—কেউ মঞ্চ তৈরিতে সহযোগিতা করছেন, কেউ ব্যানার ঝুলাচ্ছেন, কেউবা বাড়ি বাড়ি গিয়ে সমর্থক জোগাড়ের কাজ করছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া বলেন—

“দীর্ঘদিন পর দাউদকান্দিতে বড় রাজনৈতিক সমাবেশ হতে যাচ্ছে। সবাই একসঙ্গে হলে এবার আসন পুনরুদ্ধার সম্ভব।”

অপরদিকে, সাধারণ সমর্থকরা মনে করছেন— দীর্ঘ বিরতি ও রাজনৈতিক চ্যালেঞ্জের পর এই গণমিছিল হবে বিএনপির শক্তি প্রদর্শনের বড় মঞ্চ।

দাউদকান্দি বর্তমানে একের পর এক পোস্টার, ফেস্টুন এবং মিছিলের প্রস্তুতিতে জমজমাট। পুরো উপজেলা ইতোমধ্যে পরিণত হয়েছে উৎসবের শহরে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT