দাউদকান্দিতে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার
সোমবার সন্ধ্যা ০৬:০৫, ১ ডিসেম্বর, ২০২৫
নিরাপদ সড়ক চাই এর সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গৌরীপুরস্থ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কামাল উদ্দিন।
এসময় দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, নিসচার প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবুল হাসান ফারুক, কার্যকরী সদস্য মো. হানিফ খান, মেহেদী হাসান, মাসুম বিন ইদ্রিস, মো. রাজিব হোসেন এবং মো. ফয়সাল সিকদার, আহনাফ তিহামী, সাজিদ সাহেব প্রমূখ উপস্থিত ছিলেন।


