ঢাকা (রাত ৯:১১) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডা. কাজেম আলী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বৃহস্পতিবার রাত ০৮:৩২, ২৯ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ, অতি দ্রুত খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশীদ, বিশিষ্ট চিকিৎসক ময়েজ উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, অর্থপেডিক্স সার্জন ডা. ইসমাইল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রাইহান, ডা. আব্দুস সামাসসহ চিকিৎসক নেতারা।

বক্তারা বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. কাজেম আলী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রাজশাহী শাখায় রোগী দেখতেন। কাজেম আলী নি:সন্দেহে একজন ভালো ও সু চিকিৎসক ছিলেন। আলাদা এক ভালোবাসা নিয়ে তিনি রোগীদের সাথে আলাপচারিতা করতেন। তার সাথে কারো কোন প্রকার বাকবিতন্ডা হয়েছিলো বলে আমাদের জানা নেই। কিন্তু এই সাদা মনের মানুষটাকে একটি মাইক্রোবাসে এসে খুনিরা রাতের আঁধারে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। এখনো তার কোন হত্যাকারীকে পুলিশ আটক করতে পারেনি। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় আমরা অতি দ্রুত এই চিকিৎসকের হত্যাকারীদের আইনের আওতায় আনার জোড় দাবী জানায়।

এ সময় অন্যান্যের মধ্যে ডা. ইস্রাফিল, ডা. নাসির উদ্দীন, ডা. আল মামুন, ডা. মোসফিকুর রহমান, ডা. ফাহাদ আকিদ রেহমানসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিক-কর্মচারী, সরকারি-বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং ফার্মেসী মালিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ অক্টোবর রাতে রোগী দেখে বাসায় ফেরার পথে নগরের বর্ণালী মোড়ে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT