ঢাকা (রাত ৮:৩২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বিআইএস’র দিনব্যাপি মাতৃভাষা দিবস উদযাপন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার রাত ১১:২৫, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের অকুতোভয় শহীদ প্রতি শ্রদ্ধাজ্ঞলি জানিয়েছে ব্রিটিশ ইন্টারশ্যালনাল স্কুল ঠাকুরগাঁও।

বুধবার প্রভাতফেরির মধ্য দিয়ে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারিরা ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে বিআইএস ক্যাম্পাসে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল কর্নেল (অব:) ছালেহ উদ্দিন আহমেদ বলেন, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমরা চিরঋণী। ভাষা শহীদদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে হবে।

এ সময় চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রিন্সিপাল।

অভিভাবকদের উপস্থিতিতে পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT